স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে নির্বাচিত করুন ॥ ময়েজ উদ্দিন শরীফ
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ৫নং দৌলতপুর ইউনিয়নবাসী। গতকাল নৌকার সমর্থনে আয়োজিত সভায় এ সমর্থন জানানো হয়। জনসভাটি লোকজনের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। নৌকার স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। এ সময় বক্তারা বলেন- জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ও ভালো মানুষকে বুঝে শুনে মনোনয়ন দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে নির্বাচিত করতে হবে। কারণ নৌকা ছাড়া উন্নয়নের বিকল্প নেই। বক্তারা আরো বলেন- যারা জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন তাদেরকে ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। বানিয়াচং-আজমিরীগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে এ অঞ্চলের জনগণ তা প্রমাণিত করবেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন- জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে মনোনীত করেছেন। শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমি আপনাদের মূলবান ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করছি। দৌলতপুর ইউনিয়নবাসী বিগত নির্বাচনগুলোতেও নৌকাকে বিজয়ী করেছেন। আশা করি এবার তারা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করবেন। আর নৌকাকে বিজয়ী করলে আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আমার মরহুম বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আবারও আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এজন্য জনগণ নৌকার বিজয় সুনিশ্চিত করবে।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাসসহ এলাকার মুরুব্বীয়ান ও আওয়ামী লীগ এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল গতকাল দৌলতপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com