স্টাফ রিপোর্টার ॥ গতকাল ১ জানুয়ারি সোমবার হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে সিলেট রেঞ্জ পুলিশ (পুরুষ ও নারী) বার্ষিক ভলিবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত বার্ষিক ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা। এই ভলিবল টুর্ণামেন্টে হবিগঞ্জ জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ, সুনামগঞ্জ জেলা পুলিশ ও আরআরএফ, সিলেটসহ মোট ৫টি ইউনিন অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com