স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নবাগত সাধারণ সম্পাদক আবু হাসিন খান চৌধুরী পাবেল এর নিকট দাপ্তরিক নথিপত্র হস্তান্তর করেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রাসেল চৌধুরী, সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বর্তমান সহ-সভাপতি মঈনুল হাসান চৌধুরী টিপু, যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কোহিনুর, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ আজিজ সেলিম, প্রেসক্লাব সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এসএম সুরুজ আলী, এম মুজিবুর রহমান, সাইফুর রহমান তারেক, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ প্রমূখ। নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসিন খান চৌধুরী পাবেল এর জন্মদিন উপলক্ষ্যে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সকল নেতৃবৃন্দ অংশ নেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com