নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা দেশের আগামীদিনের কর্ণধার। তাই তোমাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি খুব শীঘ্রই পৌর আইডিয়াল স্কুলে একটি নতুন ভবন নির্মিত হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, এই পৌর স্কুলকে কয়েক বছরের মধ্যেই পৌর আইডিয়াল স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করতে পারবো ইনশাআল্লাহ। তিনি গতকাল নবীগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রণাধীন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের বই বিতরণ, অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে তিনি অতিথিবৃন্দকে নিয়ে নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রধান ফটক ও সীমানা প্রাচীরের উদ্বোধন করেন।
পৌর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মাহতাব মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হাই, প্রবাসী কমিউনিটি লিডার কামরুল হাসান চুনু, ওয়াইট হিল পার্ক নটিংহ্যাম’র ট্রাস্টি শেখ আছাব মিয়া, বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, যুক্তরাজ্য কেন্দ্রীয় যুবলীগের সদস্য তজমুল আলী সরদার, যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ চৌধুরী, অনর উদ্দিন চৌধুরী জাহিদ, সুফি মিয়া, সমাজসেবক রুশদ এলাহী চৌধুরী, কনজারভেটিভ পার্টির নেতা শাহ নানু মিয়া, মোহাম্মদ কদ্দূছ মিয়া, আবু সালেহ রিপন, মো. শরীফ আহমদ ও শাহ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো কবির মিয়া, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দীন ও সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক। মেয়রের উদ্দেশ্যে কবিতা পাঠ করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক সুকান্ত দাশ।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দর খান, শাহ ফজলুল করিম (অব. সার্জন), শিহাব আহমেদ চৌধুরী, সৈয়দ জাহির আলী, আবু বকর চৌধুরী এহিয়া, শাহ নূর আলম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. বশির উদ্দিন, শ্রমিকনেতা আহমদ ঠাকুর রানা, সমাজসেবক আবুল কালাম মিঠু, এখলাছ আহমেদ প্রমুখ। শেষে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেয়র ছাবির আহমদ চৌধুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com