স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার আপন দুই ভাই মুক্তাদির আলী ও মুকাররম আলীর পরিবারের মধ্যে মারামারি হয়। ভাতিজা মাহবুব এবং মাহফুজ ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক রক্তাক্ত জখম করে, যা গত ২০ ডিসেম্বর স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কিন্তু মোকাররম মিয়ার মেয়ে শিরিনা আক্তার বাদী হয়ে পূর্ব শত্রুতার জের ধরে গুনই গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও বারবার নির্বাচিত স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ জমির আলীকে মিথ্যা মামলায় জড়িয়ে দেন। যাহা এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে এলাকাবাসী জানান, উক্ত ঘটনার আগের দিন অর্থাৎ ১৮ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জমির আলী তাঁর মেয়ের শ^শুরবাড়ি হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবকাই গ্রামে পারিবারিক অনুষ্ঠানে দাওয়াতে ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com