উচাইলে গোলবাগে আজমির দরবার শরীফে সৈয়দ তাজিদ আলী চিশতি-এর ওরস পালিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর-উচাইল (ফকির বাড়ি)’র গোলবাগে আজমির দরবার শরীফে মওলানা শাহ্ সৈয়দ তাজিদ আলী চিশতি রহঃ এর ১২৫তম ওরস পালিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে শাহ্ মোহিত সরকার চিশতির সার্বিক আয়োজনে উক্ত ওরস পালিত হয়। একই সাথে ৪১ জন গীতিকবির সংগীত নিয়ে প্রকাশিত ‘সংগীত সমাহার’ গ্রন্থ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সংগ্রাহক শাহ্ মোহিত সরকার চিশতি, বিশিষ্ট লেখক গৌতম চন্দ্র দাস, কবি কাজী বশিরুল হক, ফকির শেখ আলমাস আলী ও তানবীর সিদ্দিকী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com