চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, সহকারি শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম, উপজেলার জনস্বাস্থ্য অফিসার সহকারি প্রকৌশলী মহিউদ্দিন, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার কান্তি ভূষণ সেন গুপ্ত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com