স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম বিপিএম আবারও জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইন্সে কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুলিশ সুপার এসএম মুরাদ আলি সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার আবুল খয়েরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। ওয়ারেন্ট তামিল ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মাননা লাভ করেন। এ নিয়ে তিনি ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com