হবিগঞ্জ পৌরসভায় টমটমের পার্কিং লাইসেন্স ডিজিটাল নাম্বার প্লেইট বিতরণ শুরু হয়েছে। বুধবার পৌরভবন প্রাঙ্গনে প্লেইট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় উপস্থিত টমটম মালিক-চালকদের উদ্দেশ্যে মেয়র বলেন, হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। টমটম চালকদের অবশ্যই রাস্তায় ট্রাফিক আইন মেনে চলতে হবে। যেখানে সেখানে পার্কিং করা, ধুমপান করা, গান বাজানো ইত্যাদি কার্যকলাপ হতে বিরত থাকতে হবে। মেয়র বলেন, শহরকে যানজটমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। নাম্বার প্লেইট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মহিলা কাউন্সিলর শেখ সুমা জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী প্রমূখ।
প্রসঙ্গত, হবিগঞ্জ পৌরসভার তালিকাভূক্ত ১৩শ’ টমটমকে পর্যায়ক্রমে পার্কিং লাইসেন্স ডিজিটাল নাম্বার প্লেইট দেয়া হবে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com