চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ব্রীজ ও এইচবিবি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। মঙ্গলবার তিনি এ দুটি প্রকল্পের উদ্বোধন করেন। এ উপলক্ষে পৃথক সমাবেশ বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু তাহের মহালদার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মানিক সরকার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, ইউপি চেয়ারম্যান আব্দাদুর রহমান আব্দাল, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমূখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালন জানান, প্রায় ৮৫ লাখ টাকায় দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া চা বাগানের নাচঘর হতে জয়নাথ মুন্ডার বাড়ি পর্যন্ত ১ কি.মি. এইচবিবি রাস্তা, ৪৪ লাখ টাকা ব্যয়ে মিরাশী ইউনিয়নের পড়াঝার প্রাইমারি স্কুলের নিকট হরিপুরের খালের উপর সেতু নির্মাণ, ৪৪ লাখ টাকা ব্যয়ে রানীগাঁও ইউনিয়নের পারকুল হতে নাছিবাদ যাওয়ার রাস্তার টেকিয়ার খালের উপর সেতু এবং ৪৪ লাখ টাকা ব্যয়ে সাটিয়াজুরী দাড়াগাঁও চা বাগানের পাকালাইনের জগন্নাথ মন্দির হতে দুর্গা মন্দির যাওয়ার রাস্তায় লাউছড়া খালের উপর সেতুর নির্মাণসহ মোট ১ কোটি ৩২ লাখ টাকার ৩টি সেতু এবং ১টি এইচবিবি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসব কাজ বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।