ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিল মেয়র, কাউন্সিলার ড. জাহিদ সোহান ও ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিলের সাবেক মেয়র, সাবেক ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার এমবিই কর্তৃক ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিল মেয়র পার্লরে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র সম্মানে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উভয় দেশের সেন্ট্রাল ও স্থানীয় সরকারের দ্বিপাক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা হয়। আলোচনায় নবীগঞ্জ পৌরসভার সার্বিক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন আলোচকবৃন্দ। সভার শুরুতেই ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিল মেয়রের পক্ষ থেকে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মেয়র এই সম্মান নবীগঞ্জ পৌরবাসীকে উৎসর্গ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার রুজি সুজান, সাবেক কাউন্সিলার ক্যাবিনেট মেম্বার মুহিব উদ্দিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন (জিএমবিএ) এর পক্ষ থেকে ছাবির আহমদ চৌধুরীকে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী স্ব-স্ত্রীক পারিবারিক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গমন করেছেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com