স্টাফ রিপোর্টার ॥ ক্ষতিকর প্রাণীদের অন্যতম হলো ইঁদুর। প্রতি বছর হাজার হাজার মেঃ টন দানা শস্য মাঠে ও গোলায় খেয়ে নষ্ট করাসহ নানা রকম ফসল, নিত্য ব্যবহার্য্য জিনিসপত্র, দলিল পত্রাদি, গুরুত্বপূর্ণ রেকর্ড বিনষ্টকারী ও স্বাস্থ্যহানির জীবানুর বাহক ক্ষুদ্র জন্তুটি হলো ইঁদুর। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশের ন্যায় হবিগঞ্জেও অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত মাসব্যাপী ইঁদুর নিধন কর্মসূচী পরিচালনা করে থাকে। এরই আলোকে গত মাসে আজমিরীগঞ্জ উপজেলায় কর্মসুচীর উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মুয়িজ এর উদ্দীপনায় প্রতিটি ইউনিয়নের ব্লক পর্যায়ে এ কাজ পরিচালনা করা হচ্ছে। জলসুখা ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি অফিসার তোফায়েল আহমদ খানের তত্ত্ব¡াবধানে নোয়াগড় ব্লক এলাকায় ব্যাপক ভাবে কৃষকদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে ইঁদুর নিধন চলছে। মধ্য নোয়াগড় কৃষক গ্রুপ সদস্য শহীদুল ইসলাম, তাজিম মিয়া ও আকাশ আহমদসহ অন্যান্য সদস্যদের মাধ্যমে গ্রামের উত্তরের হাওরে দিনে ও রাতে এই কার্যক্রম চলছে। কৃষকের মাধ্যমে এই ব্লকে চলতি অভিযানে সহ¯্রাধিক ইঁদুর নিধন করা হয়েছে বলে জানা যায়। স্থানীয় নোয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইঁদুর নিধনে অংশগ্রহন করে।