মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ রেলপথ থেকে বিনয় পাল (৩৫) নামে নবীগঞ্জের এক সেলুন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত বিনয় পাল নবীগঞ্জ উপজেলার বড়সাকোয়া গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ বিশাল জেন্টস পার্লারের মালিক। বুধবার সকালে শায়েস্তাগঞ্জের কুতুবের চক এলাকার ঢাকা-সিলেট রেলপথ থেকে বিনয় পালের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী জানান- ধারণা করা হচ্ছে সিলেটগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com