শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অস্বচ্ছল ১৬০ জন নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি উপহার দিয়েছে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ। গতকাল দুপুরে জেলা শহরের কালীবাড়ি প্রাঙ্গণে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মর্ত্তুজা হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারী লায়ন অমিয় চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর (৩১৫ বি-১) লায়ন মোঃ লুৎফুর রহমান এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, লায়ন মোঃ শরীফ আলী খান আইপিডিজি, পাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোঃ আশরাফ হোসেন খান হীরা, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন ডাঃ একেএম সরওয়ার জাহান জামিল এমজেএফ, লায়ন শাহেনা রহমান পিডিজি, কেবিনেট সেক্রেটারী (ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১) লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন ও অক্টোবর সার্ভিস চেয়ারম্যান লায়ন শফিকুল আলম কনক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।
আরও বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম আলী আজগর, পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী লায়ন মোঃ মনসুর রশিদ কাজল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ ফখরুল আলম, লায়ন মোঃ মামুনুর রশিদ, লায়ন মোঃ জালাল উদ্দিন, লায়ন একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, লায়ন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মোঃ মহিবুর রহমান সেলিম, লায়ন সুনীল চন্দ্র দাশ, লায়ন বিশ্বজিৎ বণিক চন্দন, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাশ, লায়ন দিলীপ সরকার, লায়ন রাজু মিয়া, লায়ন রাম বণিক প্রমুখ।
অনুষ্ঠানে ১২০ জন নারীকে একটি করে শাড়ি এবং ৪০ জন পুরুষকে একটি করে লুঙ্গি উপহার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি