স্টাফ রিপোর্টার ॥ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জেও অনশন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় চিল্ড্রেন পার্কে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক গণমানুষের অংশ গ্রহণে এই অনশন অনুষ্ঠিত হয়। অনশনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল হাই, হবিগঞ্জ জেলা বিএনপি সদস্য ও জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা বিএনপি সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান এম এ মন্নান, ইউনিয়ন চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, বাহুবল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা মুকিম চৌধুরী, আবুল কালাম আজাদ, সাবেক পৌর কাউন্সিলর সাইদুর রহমান, মিজবাহ আহমেদ, জেলা ওলামাদল সভাপতি ক্বারি কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আফজালুর রহমান আব্দাল, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সম্পাদক মোঃ নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদল নেতা মোঃ সাইদুর রহমান, বিএনপি নেতা মোঃ টেনু মিয়া, তাতীদল আহবায়ক লিটন সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোঃ সোহেল, পলিটেকনিক ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, ছাত্রদল নেতা তানভীর আহমেদ রাতুল, বিএনপি নেতা মোঃ মুজিবুর রহমান, বাবু সুব্রত দাস বৈষ্ণব, আলী হোসেন, মজনু শাহ্, সুজন মিয়া, মোঃ শাহ্ আলম, দুলাল মিয়া, শাহ্ আলম এমরান, ফারুক মিয়া, মকসুদ আলী, তোরাব আলী, মোবারক হোসেন প্রমূখ। সমাবেশে এনামুল হক সেলিম বলেন, গুরুতর অসুস্থ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের ব্যবস্থা না করে ক্ষমতাসীন অবৈধ নিশিরাতের আওয়ামী সরকার তাদের হীন পরিকল্পনার অংশ বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মূখে ঠেলে দিচ্ছে, যার দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে।
পরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন অনশনরত নেতৃবৃন্দকে জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com