চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
স্টাফ রিপোর্টার ॥ দুর্যোগ মোকাবেলায় হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালন করা হয়েছে। শুক্রবার সকালে এ দিবসের কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। পিআইও প্লাবন পালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, কাউন্সিল আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মনির হোসেন জমদ্দার, আসিফ উদ্দিন, রাসেল আহমেদ, ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখন্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী। পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। সভায় দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারে আলোচকরা জোর দিয়েছেন।