স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে যৌতুকের জন্য মুক্তা আক্তার (৩০) নামের এক নারীর শরীরে গরম পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মুক্তা সিংহগ্রামের তারিকুর রহমানের স্ত্রী। ৬ মাস আগে তাদের বিয়ে হয়। এরপর উভয়েই ঢাকায় বসবাস করছে। সম্প্রতি তাদের মাঝে কলহের সৃষ্টি হয়। গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ঢাকা থেকে রওয়ানা দেয়। শনিবার ভোরে বুল্লা বাজারে পৌঁছলে মুক্তার শরীরে তরল জাতীয় কিছু ছুঁড়ে সটকে পড়ে স্বামী। এ সময় তার স্বামীও আহত হয়।
লোকজন মুক্তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক ধাম সদর হাসপাতালে আসেন। তিনি জানান, যতদূর জেনেছি এসিড নয়, ঢাকাতে গরম পানি নিক্ষেপ করা হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই আহত হয়েছে। তবুও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com