স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘোষপাড়া তারাপুকুর পাড়ে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। শনিবার সকালে তারাপুকুর পাড়ে রাস্তা ঢালাই কাজের উদ্বোধন হয়। উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র তার বক্তব্যে বলেন, ‘এই পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। রাস্তা ও ড্রেনের দুরবস্থা এবং ময়লা যত্রতত্র ফেলার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আমি এলাকাবাসীকে কথা দিয়েছিলাম এই পুকুরপাড়ের পরিবেশ উন্নত করবো। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে এই পুকুরের তিন পাড়ে আরসিসি রাস্তা নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। সাথে সাথে ড্রেনও নির্মাণ করা হবে।’ তিনি পুকুর পাড়কে আবর্জনামুক্ত করার আশ্বাস দেন। সাথে সাথে তারাপুকুর পাড়ে ময়লা-আবর্জনা ফেলা হতে বিরত থাকতে তিনি সকলের প্রতি আহবান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলাউদ্দিন কুদ্দুছ, মহিলা কাউন্সিলর শেখ সুমা জামান, ইঞ্জিনিয়ার ফনী ভূষন দাশ, মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, রাজনৈতিক ব্যক্তিত্ব মশিউর রহমান শামীম, আইনজীবী অ্যাডভোকেট নারদ গোপ, ক্রীড়া ব্যক্তিত্ব পারভেজ চৌধুরী ও পূজা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com