স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের তাহেরা খাতুন নামের এক শিশু ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করে না পেয়ে তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। সূত্র জানায়, ভাদৈ গ্রামের দরিদ্র সফিক মিয়ার কন্যা তাহেরা খাতুন (১১) গত ১৪ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার সন্ধান করতে করতে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে তাহেরার মা মোছাঃ রাবিয়া খাতুন হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেছেন। কোন হৃদয়বান ব্যক্তি তাহেরার সন্ধান পেলে তার ভাইয়ের মোবাইল ০১৩১২১৬৯৮৯৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com