নতুন করে দোকান বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সামনে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার সকালে পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবালের নেতৃত্বে একটি টিম ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ দোকানপাটের মালিকগণকে নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে। অভিযানের ফলে মূহূর্তের মাঝেই হাসপাতালে যাওয়ার রাস্তা দখলমুক্ত হয়ে যায়। এর পরপরই পৌরসভার পক্ষ হতে রাস্তা ও ফুটপাতে পরিচ্ছন্নতা কাজ করা হয়। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল বলেন, সারা জেলার মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু অবৈধ দোকানপাটের কারণে রোগীসহ সাধারণ মানুষের ভোগান্তি হয়। তিনি বলেন, উচ্ছেদের পর নতুন করে কেউ দোকান বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমানের নির্দেশে পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে পৌরসভা সূত্র জানিয়েছে। বিজ্ঞপ্তি