মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে রাতের আঁধারে বিষ দিয়ে একটি পুকুরের মাছ মেরে ফেলেছে দুর্র্বৃত্তরা। ৭ অক্টোবর দিবাগত রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের মৃত আব্দুল করিম মাস্টারের ছেলে আব্দুল মান্নান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৭ অক্টোবর গভীর রাতে বিষ দিয়ে আব্দুল মান্নানের পুকুরের মাছ মেরে ফেলেছে একই গ্রামের আহম্মদ আলীর পুত্র ফারুক মিয়া গং। আব্দুল মান্নানের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাদের পুকুরের মাছ মেরে ফেলা হয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com