প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা রাখার আহবান
উত্তম কুমার পাল হিমেল ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে নবীগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় নবীগঞ্জ আল হেলাল কমিউনিটি সেন্টারে ওসি মোঃ মাসুক আলীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) গোলাম মুর্শেদ, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি রঙ্গলাল রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্না, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর প্রমূখ। এ ছাড়াও সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়- নবীগঞ্জে ৯৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব পালনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। পূজানুষ্ঠানে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি প্রতিটি মন্ডপে পূজা পরিষদের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি টিভি ক্যামেরা স্থাপন, ডিজে সাউন্ড সিস্টেম পরিহারসহ নৈশ প্রহরী নিয়োগের পরামর্শ দেয়া হয়।