আজমিরীগঞ্জে গণসংযোগকালে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান অব্যাহত গণসংযোগ করেছেন। গতকাল আজমিরীগঞ্জ উপজেলার কাটাকালী বাজার, বদলপুর বাজার, ফিরোজপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি বলেন-স্মার্ট বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজকের বিশ্ব অর্থনৈতিক সংকটের মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন জননেত্রী শেখ হাসিনা। বিশ্বের অনেক প্রভাবশালী দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন। কোভিড উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন চরম বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও বাংলাদেশ অনেকের চেয়ে ভালো অবস্থানে আছে শুধুমাত্র প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশনারী, ডায়নামিক ও দূরদর্শী নেতৃত্বের জন্যে। যে কারণে আজ বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বিশ্ব নেতৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ।
তিনি বলেন, শেখ হাসিনা আজ শুধু আমাদের নয় খোদ বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের কাছেও বড় প্রেরণার নাম। বিপদে আপদে আওয়ামীলীগ সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তাই এই দেশের জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। তিনি আরো বলেন-বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। দলীয় মনোনয়ন দেওয়ায় বিপুল ভোটে জনগণ আমাকে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আজমিরীগঞ্জ উপজেলায় আমিই প্রথম দলীয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করছি। উপজেলা ও জেলায় দলের প্রতিটি কর্মসূচিতে নিয়মিত অংশ গ্রহন করে আসছি। তিনি আরো বলেন-যেহেতু স্বাধীনতার পরবর্তী সময়ে আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগ এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এবার দাবি উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা থেকে যেন এমপি পদে আওয়ামীলীগের প্রার্থী দেওয়া হয়। আমি আজমিরীগঞ্জের একক প্রার্থী হিসেবে আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমাকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেবেন। আর দলীয় মনোনয়ন পেলে ইনশাল্লাহ আমি এমপি নির্বাচিত হব। তিনি আরো বলেন-বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। তারপর জনগণের পাশে থেকেছি এবং আজীবন জনগণের পাশে থাকবো। গণসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতাজী মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজি, শিবপাশা ইউনিয়ন পরিষদ মেম্বার মোঃ মারুজ মিয়া, ২নং বদলপুর ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার দিপালী দাস, কাজল মেম্বার, মোঃ নজরুল ইসলাম সরদার, আয়ুব আলী মেম্বার, কাজল মেম্বার, মোঃ নজরুল ইসলাম সরদার, পলাশ হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।