স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জালালাবাদ গ্রামের মৃত আব্দুস সহিদের পুত্র সাব্বিরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে একই গ্রামের ফারুক মিয়ার পুত্র মিঠুন মিয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাব্বির মিয়া, মিঠুন মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com