স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার একমাত্র আসামী রেজাউলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত জামিনের আবেদন করলে বিচারক সোহেল ভূঁইয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জিআরও মো. শফিকুল ইসলাম জানান, ৮ সেপ্টেম্বর ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে পশ্চিমবাগ গ্রামের মৃত ছলক মিয়ার ছেলে রেজাউলের বিরুদ্ধে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় নির্যাতিত শিশুর মা মামলা দায়ের করেন। এতে বলা হয়, রেজাউলের পরিবার জন্য ওই শিশুকে হাসপাতালে চিকিৎসা নিতেও বাঁধা দেয়। এরপর থেকে রেজাউল (২০) আত্মগোপনে চলে যায়। পুলিশের তাড়া খেয়ে গতকাল আত্মসমর্পণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com