মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড, লাইসেন্স ও কাগজপত্রবিহীন গাড়ি চালানোর দায়ে ২ চালককে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকালে পৃথক অভিযানে এ দন্ডাদেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে রজব আলী নামের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা ও জুনাইদ মিয়া নামের অপর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সিএনজি অটোরিক্সা চালানোর দায়ে মোজাম্মিল মিয়া ও সুমন মিয়া নামের দুই চালককে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের অভিযানে ডিলিং লাইসেন্স ছাড়া রড-সিমেন্টের ব্যবসা পরিচালনার দায়ে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর আওতায় আবিদ মিয়া ও তুরাব আলী নামের দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।