ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান লায়েকের উপর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে উমেদনগর-নবীগঞ্জ রোডস্থ কিবরিয়া ব্রীজ এলাকায় ওসমানি স্মৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানবন্ধন শেষে সংগঠনের জেলা সভাপতি অপু আহমেদ রওশনে সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানী স্মৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সভাপতি প্রভাষক এস এম লুৎফুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, সংগঠনের জেলা সহ-সভাপতি আনোয়ার জাহিদ, মোঃ লিলু মিয়া, সাংগনিঠক সম্পাদক এস কে আলাউদ্দিন, মিজানুর রহমান খান, আমিন আলী সিদ্দিক, যুবসংহতির নেতা জুয়েল মিয়া, নুরুল হক, জাহেদ খান, মাতেশ দাস, প্রেমতোষ সূত্রধর, তারেক আহমেদ, সুমন মিয়া, উজ্জ্বল মিয়া, সাহিদ মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন- মাহমুদুর রহমান লায়েক একজন সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি সিলেটে বিভিন্ন সমাজিক কর্মকান্ড ও সাংবাদিকতা সুনামের সাথে করে আসছেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার উপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করে। তারা অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। প্রেস বিজ্ঞপ্তি