স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী জামে মসজিদের মোয়াজ্জিন জটিল রোগে আক্রান্ত মাওলানা মোঃ ইকবাল চৌধুরীর চিকিৎসার জন্য প্রায় ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে। শুক্রবার শহরের চিড়াকান্দিস্থ বাসভবনে মাওলানা ইকবাল চৌধুরীর নিকট অনুদানের টাকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য ড. জহিরুল হক শাকিল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, বর্তমান সভাপতি রাসেল চৌধুরী, বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি সালেহ আজহার খান পাপ্পু, সাবেক সাংগঠনিক সম্পাদক এবি চৌধুরী অপু, মোঃ আমজাদ হোসেন মনি। উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা মোঃ ইকবাল চৌধুরীর চিকিৎসায় এগিয়ে আসার জন্য প্রবাসীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এদিকে অনুদানের টাকা হস্তান্তরের সময় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট অলিউর রহমান অলি ও সাধারণ সম্পাদক নজমুদ্দিন তালুকদার মিঠু।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com