স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় বিশ^বিদ্যালয় ছাত্রী শিরীন আক্তার সোনিয়ার প্রতিষ্ঠিত মায়ের মমতা অবৈতনিক বিদ্যালয়ে হাতধোয়া, ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। গত বৃহস্পতিবার বিকেলে এসব কর্মসূচি বাস্তবায়নকালে মায়ের মমতা স্কুলের ১২০ ছাত্রছাত্রীর প্রত্যেককে সাবান, টুথপেস্ট, ব্রাশ এবং আপ্যায়নের জন্য কলা, বিস্কুট, চকলেট প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী মায়ের মমতা স্কুলের পরিচালক শিরিন আক্তার সোনিয়ার হাতে বৃক্ষের চারা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতার জন্য ব্লুবার্ড স্কুলের পরিচালককে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়া পদ্ধতি সম্পর্কে ধারণা দেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত প্যারামেডিক্স রোকেয়া আক্তার ও হাফিজা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চার্টার প্রেসিডেন্ট কবি তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খান জলি, ভাইস প্রেসিডেন্ট রায়হানা বেগম, সেক্রেটারি মাহফুজা আক্তার ডলি, ক্লাব করসপনডেন্ট দেলোয়ারা চৌধুরী, সদস্য রওশন আরা লুনা, সদস্য অ্যাডভোকেট সায়লা খান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com