মোঃ মামুন চৌধুরী ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিলেট জোনের উদ্যোগে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব-দুঃস্থ ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক হবিগঞ্জ জেলা শাখার ম্যানেজার শেখ মোঃ ওয়ালী উল্লাহ। বক্তব্য রাখেন- ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল কবির, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব ও সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের ১ হাজার ২শ’ জনকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। এসব পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের লোকেরা সন্তোষ প্রকাশ করে ইসলামী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com