স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকার নুহু মঞ্জিলের মালিক ও সাংবাদিক দেওয়ান সজল খান ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। গতকাল বুধবার সকাল ১০টায় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত চিকিৎসায় ছিলেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল বুধবার রাতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের সাবেক ৩ বারের চেয়ারম্যান মরহুম দেওয়ান নুহু মিয়ার পুত্র। এ ছাড়াও দেওয়ান সজল স্থানীয় দৈনিক লোকালয় বার্তা ও জাতীয় দৈনিক সকাল বেলাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com