স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার সাবেক এসআই মোঃ ইসমাইল হোসেন ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। গত মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কোর্টে একটি মাদক মামলায় সাক্ষ্য দেয়ার জন্য আসেন। সাক্ষ্য প্রদান শেষে তিনি আদালত থেকে বের হয়ে এলে বুকে ব্যথা অনুভব করেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে গতকাল বুধবার ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হবিগঞ্জ সদর থানা, কাশিমনগর ফাঁড়িতে দায়িত্ব পালন শেষে সর্বশেষ সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত ছিলেন। সেখান থেকেই তিনি সাক্ষ্য দিতে হবিগঞ্জ আসেন। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কমলাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com