পীযুষ চক্রবর্তী সিপিবি কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত হয়েছেন। গত ৭ ও ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সভায় হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীকে কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকাস্থ জেলা কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চৌধুরী মহিবুন্নুর ইমরান, অ্যাডভোকেট মুরলী ধর দাশ, রনজন কুমার রায়, কাজল চক্রবর্তী, শ্রমিক নেতা ধনু মিয়া, আবুল হাসেম, পলাশ চৌধুরী, আছকির মিয়া প্রমূখ। সভায় বক্তাগণ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টানার এবং মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াইয়ে সকলকে লড়াই সংগ্রামে শামিল হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com