স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ফারিয়া আক্তার (১৭) মারা গেছেন। এ নিয়ে ওই অটোরিকশার ৫ যাত্রীই মারা গেলেন। কিন্তু এখনও পিকআপ ভ্যানের চালককে আটক করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান ফারিয়া। কিশোরী ফারিয়া চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা।
ফারিয়ার মৃত্যুর মধ্য দিয়ে সিএনজি অটোরিকশার ৫ যাত্রীর সকলেই মারা গেলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ওইদিনই নারীসহ ৩ জন নিহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। সবশেষ মারা গেলেন ফারিয়া।
স্থানীয়রা আক্ষেপ করে বলেন- সিএনজি দুর্ঘটনায় ৫টি পরিবার শেষ হয়ে গেলো। তাদের মধ্যে ৩ জন পরস্পরের আত্মীয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com