স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মহিলাসহ পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসআই মমিনুল ইসলাম ও সনক দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, সিলেট সদরের চারাদিঘীর পাড় এলাকার মৃত ইউনুস খানের পুত্র রায়হান খান, তার মা আকলিমা আক্তার শান্তা ও আল আমিন। এ ছাড়া সদর উপজেলার ডেমেশ^র গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র বাবুল মিয়া, তার ভাই সাব্বির মিয়া ও শাকিল মিয়া। গতকাল বুধবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com