মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সংলগ্ন চুনারুঘাট উপজেলাধীন ছনাও গ্রামের নরেশ মাঝির বাড়িতে গত সোমবার গভীর রাতে গর্ত করে (সিঁদেল চুরি) গোয়াল ঘরে চোর প্রবেশ করে। এসময় বাড়ির মালিক গর্ত কুড়ার আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে জেগে উঠে মুখোশধারী এক চোরকে গোয়াল ঘরে দেখতে পান। তিনি চোরকে দেখতে পেয়ে চিৎকার দিলে চোর পালিয়ে যায়। মালিকের চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘরের লোকজন ঘুম থেকে জেগে উঠে ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করেও চোরকে পায়নি।
এ ব্যাপারে বাড়ির মালিকের ছেলে সুমন মাঝি জানান, এ ঘটনার পর আমি আমার মোবাইল হাতে নিয়ে দেখি অপরিচিত অনেকগুলো মিসকল একই নাম্বার থেকে। তখন আমি কল ব্যাক করে পরিচয় জিজ্ঞেস করি। এসময় অপরিচিত লোক আমাকে ধমক দিয়ে মোবাইলটি রেখে দেয়। এর কিছুক্ষণ পরে রাত ৪টা ১০মিনিটে ০১৭৯২৭৮৪১২৮ নাম্বার থেকে আমাকে মেসেজ করে। গরু চুরি করতে না পারায় চোর দুঃখ প্রকাশ করে। মেসেজ পাওয়ার কিছুক্ষণ পর থেকে মোবাইলটি সুইচ অফ করে দেয়ায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি। চোরের এমন কর্মকান্ডে এলাকায় রসালো আলোচনার জন্ম দিয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com