নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামুল্যে সরকারি সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে ৫০ জন কৃষককে জনপ্রতি ১৫ কেজি করে সার, ৫ কেজি করে বীজ তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। একই অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি স্কুল এবং ৫টি মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী, ৩০ জনকে মাসকলাই ও সার দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com