স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে কোনো অবস্থাতেই দমন করা যাচ্ছে না স্প্রে পার্টির সদস্যদের। একের পর এক স্প্রে নিক্ষেপ করে জনমনে আতংক ছড়িয়েই যাচ্ছে চক্রটি। সোমবার রাত ১২টায় শায়েস্তাগঞ্জ কে আলী প্লাজার ব্যবসায়ী বিসমিল্লাহ গার্মেন্টস’র স্বত্ত্বাধিকারী জাবেদ মিয়ার বাসায় দুর্বৃত্তরা স্প্রে প্রয়োগ করে। এতে তার স্ত্রী তামান্না জাহান লিভনা, পুত্র ইসরাক জাবেদ (৯), ভাতিজি একই মার্কেটের ফ্যাশন মহলের স্বত্ত্বাধিকারী আব্দুল কাদিরের পুত্র রুহি কাদির (৮) অচেতন হয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার চেচাঁমেচি শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অচেতন অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com