স্টাফ রিপোর্টার ॥ আগস্ট মাসে আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় এবং ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করায় জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মনোনীত হয়েছেন মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পুলিশ লাইনে হবিগঞ্জ জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি নির্মলেন্দু চক্রবর্তীর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
উল্লেখ্য, নির্মলেন্দু চক্রবর্তী চুনারুঘাট ও মাধপুরের আইন শৃংখলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার পাশাপাশি সম্প্রতি মাধপুরের চাঞ্চল্যকর ক্লুলেস রাখাল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেন। এছাড়াও তিনি গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জের আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামী রাজুকে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com