স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগ-১ আদালতে তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। এর আগেও একবার তার জামিন নামঞ্জুর করা হয়েছিল।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার মুগদা পাড়ার বাসা থেকে রুবেল আহমেদ চৌধুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে হবিগঞ্জের দুইটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com