স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মাসিক কল্যাণ সভায় আবারও জেলার শ্রেষ্ঠ হলেন সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই শিবলু মজুমদার। মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় তাদেরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পরোয়ানা তামিলসহ জটিল মামলা সমাধানে ভূমিকা রাখায় তাদেরকে এ সম্মাননা দেয়া হয়। এ নিয়ে এসআই মমিনুল ইসলাম পিপিএম ১৩ বার ও এএসআই শিবলু মজুমদার ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠত্বের পদক পেয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com