স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় শ্রমিকবাহী ট্রাক্টর ও তেলের লড়ির সংঘর্ষে মহিলাসহ ২০জন শ্রমিক আহত হয়েছে। আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানান- সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর থেকে ২০/২৫জন শ্রমিক মাধবপুর উপজেলার রতনপুর গ্রামে একটি বিল্ডিং এর ছাদ ঢালাই কাজে আসেন। কাজ শেষে ফেরার পথে রাত ৭টার দিকে উল্লেখিত এলাকায় তাদের বহনকারি ট্রাক্টরটিকে পিছন দিক থেকে একটি তেলের লড়ি ধাক্কা দিলে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মহিলা শ্রমিকসহ ২০জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়া (৩০), লিটন মিয়া (৪০), মোজাম্মেল হোসেন (৩০), রুপা বেগম (২৬), ফালান মিয়া (৩৫), মহব্বত আলী (৬০), হোসনা বেগম (৪৪), মাহমুদা বেগম (৩৫), খাইরুল ইসলাম (৫০)কে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com