স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর থেকে নিখোঁজ মিশুক চালক নাঈমের মরদেহ ময়নাতদন্ত শেষে লস্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামে দাফন করা হয়েছে। এদিকে পুত্রকে হারিয়ে নাঈমের পরিবারে চলছে শোকের মাতম।
নাঈমের পিতা নিদান মিয়া জানান, এক সপ্তাহ আগে নিখোঁজের পর রবিবার দুপুরে চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে লাশ পাওয়া যায়। কিন্তু মিশুকটি উদ্ধার কিংবা এ ঘটনায় জড়িত কেউ এখনও গ্রেফতার হয়নি। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন- ‘আমি ছেলেকে হারালাম, খুনিরা ধরা পড়লে কিছুটা শান্তি পেতাম।’
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com