স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় নানামুখি আলোচনা চলছে।
জানা যায়, পশ্চিমবাগ প্রধান পাড়া গ্রামের জনৈক ব্যক্তির শিশু কন্যাকে গত ৮ সেপ্টেম্বর দুপুরে কৌশলে ডেকে নিয়ে একই গ্রামের রেজাউল (২০) ধর্ষণ করে। শিশুটির শোর চিৎকারে বাড়ির পাশে থাকা তার মা এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। অভিযোগ রয়েছে- অসুস্থ ওই শিশুটিকে হাসপাতালে কিংবা থানায় নিয়ে যেতে চাইলে রেজাউলের পরিবার বাঁধা দেয়। এক পর্যায়ে শিশুটি বেশি অসুস্থ হয়ে পড়ে। সোমবার সকালে কৌশলে স্থানীয়দের সহায়তায় ওই শিশুকে নিয়ে তার মা আজমিরীগঞ্জ থানায় যান। দিনভর তিনি থানায় অবস্থান করেন। পরে পুলিশের আশ^াসে বাড়ি ফিরে যান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, নির্যাতিতাকে মেডিকেলে পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com