স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ৫০তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন খেলাধূলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক এস এম খোকন, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার, শিক্ষক হারুনুর রশিদ, সঞ্জু দাশ, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, জীবনে সুখী হতে হলে সর্ব প্রথম প্রয়োজন সুস্থ ও সবল শরীর। শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ অধিকাংশই খেলাধূলা বলতে বুঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর এবং মানসিক বিকাশের পথেও অন্যতম বাঁধা। তিনি খেলাধূলায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com