মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
মাধবপুর প্রতিনিধি ॥ “মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, ওয়ালটন মাধবপুর প্লাজার ম্যানেজার আব্দুল বাছেদ, নোয়াপাড়া প্লাজার ম্যানেজার রফিকুল ইসলাম রেজা, অলিপুর প্লাজার ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, অলিপুর প্লাজার ডেপুটি ম্যানেজার ইমদাদ খাঁন, ডেপুটি ম্যানেজার মাধবপুর ডিলার সুমেল মিয়া। শিক্ষার্থীরা এতে বিভিন্ন সচেতনতামূলক প্লে কার্ড নিয়ে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে “তিন দিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে” দিনে বা রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহারের অভ্যাস করতে হবে। লম্বা কাপড় পরিধান করতে হবে। কর্মস্থল পরিস্কার রাখতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com