বানিয়াচং প্রতিনিধি ॥ প্রচলিত এলোপ্যাথি চিকিৎসার বিকল্প হোমিওপ্যাথি ও আকুপাংচার চিকিৎসা দিয়ে জটিল ও কঠিন রোগীদের সুস্থ করে তোলা সম্ভব। প্রচলিত এলোপ্যাথি চিকিৎসার সঙ্গে বিকল্প চিকিৎসার কোন বিরোধ নেই। এছাড়া বিকল্প চিকিৎসার কোন ধরনের সাইড এফেক্টও নেই বললেই চলে। এ রকমই অভিমত চিকিৎসা বিজ্ঞানীদের। এমনই এক ব্যতিক্রমধর্মী বিকল্প চিকিৎসা কেন্দ্রের নাম শেখ ইউসুফ-করিমুন্নেসা বিকল্প চিকিৎসা কেন্দ্র। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বানিয়াচং উপজেলার দেওয়ান দীঘির পাড় এলাকায় বানিয়াচংয়ের বিশিষ্টজনদের নিয়ে এই চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সাবেক উপ-সচিব শেখ ফজলে এলাহী বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মাসুদ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া। মূখ্য আলোচক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ শেখ ফারুখ এলাহী।
এ সময় উপস্থিত ছিলেন কবি তাহমিনা বেগম গিনি, ডা: মোতাহারা বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী হারুন, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ছান্দ সর্দার আব্দুর রহিম, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির হোসেন, যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, আইনজীবী ফজলে এলাহী সেতু, সাংবাদিক শফিকুল ইসলাম চৌধুরী, সমাজসেবী খায়রুল বাশার সোহেল, ব্যারিস্টার মোস্তাক আহমেদ সিএ, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল হক মামুন, আতাউর রহমান, নূরুল ইসলাম।
বিকল্প চিকিৎসা কেন্দ্রে মাসে দুইবার চিকিৎসা প্রদান করবেন ডা: শেখ ফারুখ এলাহী। তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আকুথেরাপি ফাউন্ডেশন। এছাড়াও তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সরকার মনোনীত সদস্য ছিলেন। ডা: ফারুখ এলাহীর সহযোগী হিসেবে চিকিৎসা প্রদান করবেন ডা: ফাতেমা জোহরা, ডা: আয়েশা জোহরা ও ডা: শেখ মুহাম্মদ বিন ফারুখ।