স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কোর্ট থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রাজুর বাড়ি থেকে হাতকড়া উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে রাজুর বাড়ি মাধবপুর উপজেলার শিবরামপুর থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। তবে পালিয়ে যাওয়ার ৩ দিন পেরিয়ে গেলেও রাজুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একটি বিশ^স্থ সূত্র জানিয়েছে- রাজুকে গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে ২৬৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে র‌্যাব-৯। ৭ আগস্ট দুপুরে হবিগঞ্জ কোর্ট হাজত থেকে একদল পুলিশ তাকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যান। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমা- আবেদন করে। ৭ আগস্ট ছিল রিমান্ড শুনানীর ধার্য্য তারিখ। ওই তারিখে রাজুকে হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় পালিয়ে যায় রাজু। এরপর পুলিশ তাকে গ্রেফতারে আশপাশে তল্লাশী শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। শনিবার রাতে এ রিপোর্ট লেখাকালে রাজুকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছিল। সে উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ চাঁন বাদশা মিয়ার পুত্র।