সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। শনিবার ২০২২-২০২৩ অর্থ বছরের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক, ৫নং করাব ও ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। এসময় স্ব স্ব ইউনিয়ন পরিষদের খাতাপত্র পর্যালোচনা এবং দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস, বুল্লা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সুত্রধর, স্ব স্ব ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যবৃন্দ।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান- স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণকে তাদের ইউনিয়ন পরিষদের কর্মদক্ষতা বাড়াতে দিক নির্দেশনা এবং ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com