একই রাতে তালুগড়াই ও বিরামচর গ্রামের কয়েকটি বাড়িতে স্প্রে প্রয়োগ করলেও স্থানীয় লোকদের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দুই পুলিশ কনস্টেবলের বাসায় চেতনানাশক স্প্রে প্রয়োগ করে চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার উদয়ন আবাসিক এলাকার পুরাতন থানা ভবনের কাছে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই স্থানে বসবাসকারী হবিগঞ্জ কোর্টে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুল মতিন ও শায়েস্তাগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল ভাবনা আক্তারের বাসায় স্প্রে প্রয়োগ করে। এর ফলে বাসার লোকজন অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরা ওই বাসা থেকে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান ও ওসি মোঃ নাজমুল হক কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে অজ্ঞান হওয়া ব্যক্তিদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া একই রাতে তালুগড়াই ও বিরামচর গ্রামের কয়েকটি বাড়িতে স্প্রে প্রয়োগ করলেও স্থানীয় লোকদের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এছাড়া সোমবার দিবাগত রাতে নিজগাঁও গ্রামে ডা. কৃষ্ণপদ রায়ের ঘরে স্প্রে প্রয়োগ করে দুর্বৃত্তরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com